চারিদিকে ঝম্ ঝম্ ভীষণ বৃষ্টি
তারিমাঝে শণ্ শন্ বাতাস মিষ্টি,
রোদেমেঘে চিরকাল কবিতা সৃষ্টি
শেয়াল বিয়ে করে পুরাতন কৃষ্টি ।
আজিকার বৃষ্টি বেলায় দুটো কাক
প্রেমী গাছের ডালে ভুলে রাখঢাক,
কালো পাখে সোনালী রোদের চিলিক
রোদে মেঘে আকাশে নতুন ঝিলিক ।
বর্ষা নামে রোজ আপন মহিমায়
ঘরের চালে ঢল রোদ আঙিনায়,
বাইরে দীপ্তি শেয়াল কাকে রাঙায়
জানালার পাশে কবি ছন্দ ভাঙ্গায় ।