আমার ঘরে মোট নয়টি জানালা
দশটি দরজা, বারটি ঘুলঘুলি
চারজন লোক, ছ'জন পোষা
দু'জোড় জবর দখলকারী ;
সব মিলিয়ে ডজন গুনে
দিন কাটে টেনেটুনে,
কেউ বাতাস, কেউ রোদ
কেউ ভাত, কেউ খুঁদ
খেয়ে টেয়ে মিলেমিশে
রাতকে একযোগে মেনে নিই নীরবে ।
রাত বড় ভয়ানক, দোর্দন্ড শাসক
দড়জা - জানালা - পোষক - পোষা
ত্রস্ত থাকে ভয়ে,
শুধু আমাকে হার মানাতে পারেনি আজও
কৃত্রিম আলোর সাথে সন্ধি করে
বেঁচে আছি এখনো...
গত মাস ছয়েক যাবৎ
যেদিন থেকে তুমি চলে গেলে ।
কেননা তুমি রাতকে হারিয়ে মিশে গেছো রাতে
আর আমি তোমাকে পেতে জেগে থাকি রাতে ,
চেয়ে থাকি আঁধার পথে অনন্ত প্রতীক্ষাতে ।