ষ্পষ্ট ঐ যাচ্ছে শোনা ডাকছে দেয়া গগনে,
আঁধার কালো ঠাঁই লয়েছে নিঝুম দুপুর বিজন বনে,
আসছে জোয়ার পাগল পারা সলিল স্রোতে
লবন স্বাদের রক্তঝরা দেহের ধরার সৈকতে,
উথলে উথলে ভূ-তল ম্যাগমা
হচ্ছে লাভা নিয়ত
আকাশ গর্জায় বিদ্যুৎ চমকায়
ঝড়ো হাওয়া বিস্তৃত,
রক্তচাপ কন্ঠস্বর দেহের ভাঁজ
বিক্ষিপ্ত অনিয়ন্ত্রিত
এক পশলা বৃষ্টির মিষ্টি আমেজ
তৃপ্তির জন্য অসংযত,
এখন তুমি যাও লাবনী
এখন তুমি যাও,
মেঘলা আকাশ দিচ্ছে আভাস
উঠবে ঝড় দিগন্তে,
এ অসময় থাকুক আমার কলমেই
তুমি এখন যাও ।