কলমের  কালিগুলো বড়ই বিষাক্ত হচ্ছে দিন দিন
ছন্দের কাছে নিয়ত বাড়ছে ঋণ,
শালীনতার সংজ্ঞা লেজ বাড়িয়ে বাড়ছে প্রতিদিন
বিচ্ছিন্ন শব্দমালায় কাব্য কু-ঋণ,
আমার নষ্টাত্মা অযথা ঘুড়ে ফিরে বন বাঁদারে
বিস্তীর্ণ জলাশয়, বিস্ময় বৈভবে
আকাশের নীল ধার চায় বৃথা সমীহের দ্বারে
বুমেরাং হয় সমস্ত কপট কৌশল অভাবে ।
অস্ত্বিত্বের নীল সীমানায় মৃত্যুর বেলেল্লাপনা
জ্ঞানের ঢক্কানিনাদে বিশৃঙ্খল যাপন,
বিষন্ন আঁধার বুকে বীভৎস রাত আপণ
পানীয় ধূম্র অথবা সর্পাঘাত গ্রহন--
আদুরে নাম তার -জীবন বিবর্তন ।
ভবিতব্য ইতিহাসের কষ্ট কল্পনা
রোজনামচার ব্যভিচারী আল্পনা
দূষিত রক্তে মাখা কালি -পনা
আজিকে ভীষণ ভীষণ মলিন ।