মেয়ে তুর নামটা কেন বহ্নিশিখা হল !
তুই তো হতে পারতিস্ ধরীত্রি বা অন্য কোন ।
বুকে তুর আগ্নেয়গিরি মুখে হাসির আভা
শোকে তুর জীবন কালো অশ্রু যেন লাভা,
দেহের ভাজে খাঁজে খাঁজে শুকনো রক্ত কনিকা
শত হস্তের বেআবরু পরশে আজ বেনামী গনিকা,
আস্তাকূড়ের পতিত শাবক কালান্তরের বহ্নিশিখা
স্বাবলম্বনের স্বপ্ন সোপান আধুনিকা অম্বালিকা,
জনক জানিয়া শত স্বপ্নিল অম্বালিকার মত
মহীরুহে পরগাছা উজ্জীবনী ধারায় বিধৃত,
অজানার রোমাঞ্চে বিস্তৃত উৎসাহিতার পরিনতি
বক্ষে ধরি বহ্নি উষ্ঠে হাসি দেহে লাবণি
            -----দিন ভর চলে অনিচ্ছার পিরিতি ,
অথচ আশ্রমের খাতার পাতায় বহ্নিশিখা বহাল
নিখোঁজ সংবাদ কলামে এখন তুই ইতিহাস,
ফেরার আশা প্রত্যাশা পরাস্ত দালালির দ্বারে
এমন সর্বংসহা যদি হবি তবে ...
     মেয়ে তুর নামটা কেন বহ্নিশিখা হল !