পাল তোলা নাও উত্তাল হয়
পালে হাওয়া যদি বয়,
ঢেউ কেটে আপন লয়ে
কাছে ডাকে সান্ময় ।
বৃথা যাবে বৃথা যাবে
গতিরোধ চেষ্টা,
নাও থামাতে চাও তবে
ছিঁড়ে ফেল পাল'টা ;
অথবা থামাতে পার
দক্ষিনা হাওয়া'টা,
দিগভ্রান্ত করতে পার
নায়ে থাকা নাবিকটা ,
নয়তো চলবে নাও
চলছে যেমনটা,
উত্তাল উদ্যম ভীষন
চলছে নৌকাটা ।
আমাকে ভাবতে পার
বাতাসের গায়ে পাল'টা,
আমাকে থামাতে পার
যদি ফেল নোঙরটা ।