উনি যে বলল আমায় নামাকরন করতে
আমি কি আর সেই সাধ্যের যোগ্যতার নিরিখে !
তবুও চেষ্টা কিছু করা যেত বটে, তবে যে
আজকে আমার বিবাহ বার্ষিকী,
আঠারো আর পনেরতে মিশে এখন তেত্রিশে
তবুও সোহাগ ভরা আহ্বান, আজ রাতে ;
নাইবা দিলেম নাম তোমার আজ
নাইবা হল আলাপন,
মোহনার মিলন মেলা যে থামবে না
চলবে অবিরল,
এবার যেতে দাও বন্ধু , সে রয়েছে প্রতিক্ষায়
এ জীবন বহু ঘন্টার সমাহারে চলবে
সেখান থেকে না হয় কিছু বরাদ্দ হবে তোমার
এবার যেতে দাও বন্ধু , সে রয়েছে প্রতিক্ষায়
আজকে আমার বিবাহ বার্ষিকী, লগ্ন বয়ে যায় ।
ধোঁয়াশার কৌতুহল যে এ রাতে মানায়
কেননা আমি আজ ব্যস্ত নষ্টালজিয়ায়,
প্রশ্ন করোনা আর কোন , কেননা
আজকে আমার বিবাহ বার্ষিকী, লগ্ন বয়ে যায় ।