আয়নাতে গেছিলুম চেহারাটা দেখতে
প্রথমে মনে হল ঝাপসা ময়লাতে
অনেক ধুয়ে মুছে তবেই ভোল বদল
ছানি পড়ে গেছে চোখের চাউনিতে ।


গেল বছর শারদীয়ার গোলাপী শাড়িটা
লাল রংয়ের আভামাখায় লাল অনেকটা
সংসারের ঝামেলা এড়াতে ভোল বদল
বুজতে পারিনি তখন নষ্ট হচ্ছে চোখটা ।


প্রতিমের কনে দেখা খাওয়া দাওয়া শেষে
বলছিলাম বেশ ফর্সা মেয়ে হেসে হেসে
মাস খানেক পরে ভির্মি খেয়ে ভোল বদল
আমার চোখ যেন মিছে বলে আবেগে মেশে ।


দিব্যি দেখলাম সেদিন রামানুজ যাচ্ছে হেঁটে
ঘরে ফিরে দেখি তারে মরছে গোবর ঘেঁটে
চিমটি কেটে তারে শেষে হল ভোল বদল
এভাবে আর কদিন চলবে আন্দাজ মেরেকেটে !


সাত পাঁচ ভেবে শেষে গেলাম চশমা কিনতে
দোকানী দিল মোটা কাঁচ সাদা চোখ পেতে
নাকের ডগায় আলগা চোখ রেখে ভোল বদল
অবশেষে বয়েসটা ধরা দিল কচি চেহারাতে ।