একটা মধুর স্বপ্ন আছে সুপ্ত আমার বুকে বাঁধা
পুষে পুষে করছি বড় দিবানিশি বাড়ছে ধাঁধাঁ ;
রাত বেঘোরে হঠাৎ করে তানপুরাতে সুর বাঁধা
ভোরের আজান শাস্ত্রীর গান অবগাহনে বাধা ;
চাঁদের আলোয় রাস লীলায় নৃত্য করে কৃষ্ণ রাধা
কাল্পনিক আবেশের বশে মিছেই যৌবন সাধা ;
জানালার পর্দা বেয়ে জ্যোৎস্না গলা রাতের সুধা
ব্যর্থতা মননে প্রশ্ন জাগায় বাস্তবতার দ্বিধা ।
একটা মধুর স্বপ্ন আছে সুপ্ত আমার বুকে বাঁধা
রাত-বেরাতে উঁকি মারে বন্ধ কপাট অসুবিধা,
কলজে বেয়ে সে গলায় আসে দলা বেঁধে গাদা গাদা
আকাশেই হাসে ওরা আকাশের চিত্রা অনুরাধা ।