বৃষ্টি তোমার বাড়ি কোথায়
চারিদিকে শূন্য আকাশ,
দিব্যি থাকো মাথার উপর
বাতাসেই তো বসবাস ।
কেমন করে অনিল 'পরে
ভেসে থাকো শূণ্যাধারে,
সোনালী রোদ বহন করে
সাদা ফেনার রূপ ধরে ।
কেমন করে সলিল হয়ে
ঝরে পর ভূতল ভাগে,
আবার আপন রূপ লয়ে
যাও ফিরে যাও অনঙ্গে ।
বৃষ্টি তোমার সৃষ্টি সুখের
মিষ্টি আবেশ পারাবারে,
দৃষ্টি দিলেই কষ্ট মেঘের
শূণ্য বুকের হাহাকারে ।
নিমেষ ক্রোধের রুদ্র রূপ
কালচে মেঘের হুঙ্কার,
সৃষ্টি স্থিতির কৃষ্টি বিরূপ
নষ্ট পাপীর সংহার ।
বৃষ্টি তোমার বাড়ি কোথায়
কোথায় তোমার বসত,
কেমন করে আকাশ মাঝে
কাটে গ্রীষ্ম বর্ষা শরৎ ।