একদিন দেবী স্বরস্বতীর সাথে
হঠাৎ দেখা হলো পথে,
দেবী বলিলেন হেসে
"কি হে বাছা , কোথায় যাচ্ছো,
এমন হন্তদন্ত হয়ে ?"
আমি তো অবাক , হতবাক
দেবী যে বলছে কথা জলজ্যান্ত !
অগত্যা ষষ্টাঙ্গের প্রণাম,অতঃপর
" মৃন্ময়ী রূপে পূজিগো মা সদা
চিন্ময়ীতে বিশ্বাস নাহি আসে,
হয়তো তুমি ভালো অভিনেত্রী
পাশাপাশি কোন থিয়েটারে,
তদুপরি ভালো থেকো, মনে রেখো আমায়
আগামী বৎসর ফাইনাল শেষে
মাকে পাঠাবো তোমার বাসায়,
কৃপা করে রাজী হলে
আলোকিত হবে ঘর,
তখন কিন্তু তোমায় আর
করতে হবে না কোন অভিনয় ।"
স্মিতহাস্যে লাস্যময়ী মায়ের উজ্বল মুখ
লাজে রাঙা হলো যেন, কাঁপল যেন বুক
তবুও স্বভাব সিদ্ধ ভঙ্গীতে হাত তোলে
আশীর্বাদ করলেন আমায় "তথাস্তু" ।