বিদ্যাসাগর ব্রীজের ওপার গঙ্গার ধার
যেখানে ফুল চাষীদের পাইকারী বাজার,
অলস দুপুর কাটবে ভালো বইবে সময় স্রোতে
শান বাঁধানো ঘাটের পাড়ে চোখে চশমা এঁটে,
মাঝ নদীতে লঞ্চ জাহাজের চলছে দাপাদাপি
মাঝে মধ্যে দু একটা নাম না জানা  প্রাণী,
পিচ-লোহাতে ভর করে অযুত নিযুত মোটর
দুপুর কি আর অলস এখন ব্যস্ত সকল চত্বর,
ক'জন ঘাটে চান করে কজন করে তর্পণ
আর ক'জনে নদীর পাড়ে খেলছে ক্রিকেট ভীষণ,
একটা ছেলে এক নাগারে ফেলছে ঘাটে চুম্বক
কুড়িয়ে সব নিচ্ছে যত্নে সংগ্রহের ধন সম্পদ,
আট কিংবা দশ হবে ঐ ব্যস্ত মেয়েটার বয়স
তুলছে মাটি গড়বে দেবী নিজের মতোই সরস,
একটা শিশু উদোম গায়ে কাঁদছিল বেশ কিছুক্ষণ
ব্যস্ত মা বাজার থেকে আনলো খাবার সযতন,
এমনি করেই বইছে বেলা আন্দাজ সুর্য ডুবছে
চাঁদ সূর্য কে দেখে আর কে-ই বা খোঁজ রাখে ।