পূর্নিমা রাত আকাশে চাঁদ মেঘে ঢাকা জ্যোৎস্না
আলো আধাঁরে খেলা খেলে পাহাড় নদী বসুধা,
হরিণ শাব করে সাবার ঘরে ফিরছে চিতা
কাঁদে ডানা ভাঙা বিহগ দেখে আকাশ অসিতা ,
সন্ধি যখন করছিল দিবা রাত্রির সীমানা
ফিরছে ঘরে এক পিন্ড মাংস নরম ললনা,
জীর্ণশীর্ণ অথচ যেন উর্বশীর শাপিত কন্যা
কন্ঠের করুন কান্নায় ঝরে সঙ্গীত মূর্ছনা,
কেশরাজি লেপ্টে কালোয় উদ্বিগ্ন প্রমদা কান্তা
পদ সঞ্চারে (গৃহ) অভিসারী নিবারিত নিগৃিহীতা,
এক দল পাষন্ড লুলোপ লোভী হিংস্র উচ্ছন্ন
ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মাংস কান্তা নীরব বিষণ্ণ,
নিমেষে আকাশ ভৈরবী রূপে হানিছে ঝঞ্ঝা বায়
অরণ্য ছাড়ি চিতা লোকালয়ে থামচি বসায়,
পরি মরি করি ছুটে পশ্বাধম নর দঙ্গল
পশু কল্যানে নিস্তার পায় ঊষষী অপ্রবল,
স্মৃতিপটে খোঁজে ফিরে চিত্রক কিশোরী সায়াহ্নে
বরমাল্য তারি সাধে সেই পশু দেব' অরণ্যে ।।