মনে মনে প্রতিদিন ভেবেছি একদিন যাব নীরবে
আনমনে সারাক্ষন করেছি আলাপন দুর দিগন্তে
যেখানে কোনদিন থাকবে না স্বার্থপরতা,
ক্ষনে ক্ষনে মনে হয় এইতো সুসময় পেয়ে গেছি তা
চনমনে এ হৃদয় নেইতো কোন ভয় নাচে ধিন্ তা
এখানে আর কোন নেইতো দুঃখ নেই চিন্তা,
বনে বনে প্রজাপতি উড়ছে অলংকৃতি রূপে বিমুগ্ধ
অশরনে অধিপতি করছে অসংগতি দুঃখে বিদগ্ধ
হৃদয় মরে হায় ভুলে যায় মন মুগ্ধতা,
আহা মরি গর্ব করি স্বভাবে সুড়সুড়ি মরি হিংসায়
মরি মরি কি যে করি এভাবে ভুরি ভুরি স্বপ্ন চিতায়
তবুও বেঁচে থাকি আবার লিখে রাখি কত কবিতা ।