যুদ্ধে যাব,
আমি যুদ্ধে যাবার জন্য প্রস্তুত তরবারি হাতে
দামামা বাজাও চারিদিকে,
রণতরী সেজে আছে দিগদিগন্তে
রক্ত টগবগ ফুটছে শরীরে ।
আকাশ বলে খোলে দিলাম আমার নীলাঙ্গন
বাতাস বলে ছুটবে চলো আমার আলিঙ্গন,
সমুদ্রের ধ্বনিত গর্জ্জন ফেনিল সলিল ধারা
লক্ষ্যে ধাবিত অনুপ্রেরণা ।
আমি এবার যুদ্ধে যাব
বজ্র মেঘের তড়িৎ বয়ে শান্তি এনে দেব
পাতাল ভেদে আনব গনতন্ত্র,
আকাশ ফুঁড়ে বিভেদ দূরে ঠেলে দিয়ে
বসন্তের কোকিল কন্ঠে গাইব ঐকতান ।
আমি এবার যুদ্ধে যাব
সাত-সমূদ্র তের নদীর ওপার থেকে
দু'মুঠো ভাত এনে দেব
তেপান্তরের মাঠ বেয়ে শরৎ প্রভাতে
নতুন পোশাক তুলে দেব
এই পৃথিবীর অনাথ বুভুক্ষু'দের ।
গাছ পালা নদী ছেড়ে , ছেড়ে প্রেম-প্রীতি
কলম করে রাজপুত হবো
যুদ্ধে যাবো
যুদ্ধে যাবার জন্যে এবার প্রস্তুত তরবারি হাতে ।।