রূপ লাবন্য আকর্ষন  চাকচিক্য বিমোহন
আনুষঙ্গিক আলোড়ন  লিঙ্গের বিভাজন
সে তো আপন ধারায় এমনি মেলে ধরেছে,
সমাহিত দৃষ্টিবিভেদের নিয়ত ধর্ষণ
পৃথিবীর গর্ভজাত লাভার উদগ্র বিচ্ছুরণ
প্রকৃতির খেয়ালীপনার বন্দীদশায় -আন্দোলন ;
চেতনায় বিদ্রোহের প্রজন্মান্তর অঙ্কুরোদগম
দেহের বিকাশ পরিব্রাজনে আজ আমি নারী ।


বালোয়ারীর অ আ ক্রমান্বয়ে সাহিত্যের কাঁটাচেরা
শব্দের ফোঁয়ারা, শীত বসন্তের পলাশ কোকিল
ছন্নছাড়া জীবন ধারা, সন্ন্যাসীর বিশ্লেষন ;
অবক্ষয় উদ্বৃত্তির আবেশিত দৃষ্টিভঙ্গীর
কৃচ্ছ্রসাধনার তরবারি হাতে যুদ্ধাঙ্গনে পদার্পন
দু-চার লাইন লেখার উদ্দীপনা, অমৃত আহরণ
প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে আপোষ
স্বপ্নময় জীবনের সংমিশ্রন ;
ইত্যাদি মিলেমিশে শম্বুক মস্তিষ্কের উদ্ভাবনে
আমি আজ কবি, কবিতার দরবারে ।


বিক্ষিপ্ত ভাবনার নিরঙ্কুশ প্রমোশান
শিউলিতলার ঝরা শেফালিকা প্রশ্ন করে,
শিশির কেন ঝরে ?
আকাশ কাঁদে, বৃষ্টি তুষার কূয়াশা সব
সব কিছুই মেঘ ভাঙ্গে ধার করে পৃথিবীর কাছে,
আমার এই শব্দ সম্ভাষণ উন্মুক্ত করে দিলাম আজ
সেই সব শব্দচাষীদের ভিড়ে,
যাঁরা শব্দের বপন করে শব্দগুচ্ছ ফলায় অনায়াসে
অথবা সেই সব রিক্ত অনাদৃত শ্রমিকের তরে
যাঁদের ঘামের গন্ধ স্বাদ বাড়ায় ফসলে মিশে ।