হে মোর দেশ, প্রিয় জন্মভূমি
তব গগন তলে ঠাঁই লয়ে মৃত্তিকারে চুমি
সীমানার বিভেদ বিহীন আলো বাতাস জল
তবু কত গর্ব কত কোলাহল ।
প্রিয় জন্মভূমি, মাতৃকা রূপ তব
কি অপরূপ, কি অমিয় !
আঁচল তলে ঠাঁই দিলে লক্ষ কোটি সন্তান প্রিয়
বুকের মাঝে আগলে আছো যুগ যুগ ধরি ।
আজি এ স্নেহহীন অপত্য গোচরে
ঘটিছে নিত্য হিংসা বিদ্বেষ পারাবারে
লভিছে জনম মনুষ্য কিবা যম
হেরিছে জীবন পশু কি মানব
হিসেব রাখার মানুষী মানুষ নাই ।
আঁচল তব উড়ে অট্টালিকা 'পরে
বস্ত্বির ঘরে ঘরে ধুলায় লুটোপুটি খায়,
বুকে মাথা গোঁজে নীরবে রক্তের হোলী খেলে
ব্যক্তিত্বের তরবারি ধারে মাতৃত্ব গিলে ।
কোমল অঙ্গে আঁচর কাটে পথের ধারে নির্জ্জনে
স্ফুর্তির ফোয়ারা নিয়ত জ্যোৎস্না ঢাকে
আর্তি-রোদন বোধন হয় শোষকের হোমানলে ।
হে মোর দেশ, প্রিয় জন্মভূমি
অধমের এই কলম নিবেদনে তোমারে নমি,
খর্ব করো গর্ব ওদের স্তব্ধ করো কোলাহল
এদেশ আমার এদেশ সবার, সবারে কর নির্মল ।