এই তো আমি সেই পথিক মা
               হাজির শিমূল তলে,
           যার তরে তুর নীল দ্রাঘিমা
              ভাসছে চোখের জলে,
        জ্যোৎস্নার চোখে কাটাস্ রাতি অমা ।


            নীল দরিয়ার নীল ম্যাগমা
               ছড়ায়ে দেহের নীলে,
            গরল জ্বালায় পুড়ায়ে রমা
              প্রতীক্ষা প্রহর কোলে,
         চাঁদ পকেটে হাজির আমি পূর্ণিমা ।


          রোজকার ধাঁধা ভরা অণিমা
              কাঁদায় আপন ছলে,
           বাধার পাহাড় ডিঙিয়ে ক্ষমা
              সন্তান কলুষ ভুলে,
        শাদা আকাশ আঁকে মেঘের নিলীমা ।


         এই তো আমি সেই পথিক মা
             দাঁড়িয়ে তুর'ই পাশে
          লিখছি কথা দুঃখের গাঁথা, মা
            যা' থাকবে ইতিহাসে,
      সভ্যতার বুক চিরে কাঁদে শুদ্ধ আত্মা ।