এই যে আমি অনেক রাতে
সারাটা দিনের ক্লান্তি বয়ে
                  লিখতে বসেছি,
এখন আমার আকাশ জুড়ে
প্রশান্তির নীল মেঘ সুদুরে
                 করছে বসতি ।
জোছনা ঢাকা সবুজ মাঠে
জোনাক জ্বলা পুকুর ঘাটে
                বিমূর্ত বিস্মৃতি,
একা, চাঁদের বুকে আঁকাবুকি
চুপে, ছাদের কোণে উঁকি ঝুকি
                চলছে অকীর্তি ।
ক্ষণিক পরে নিয়ম মেনে
কলম রেখে দেরাজ টেনে
                করব সমাপ্তি,
মোহ তোমার মিশবে এবার
চেনা গন্ধমাখা ঊষ্ণ দেহের
                  সরব অস্থিতি ।