অর্ণব হিল্লোল বানীর মধু ছন্দময় রাতি
নিখাদ নিবারণীর বিজয়োল্লাসে উন্মত্ত ছাতি
সঞ্জীবনী সুধার ধারা প্রাতের অলস তৃপ্তি
আবারো রক্তগঙ্গায় নাব্যতা চাই, চাই বিস্তৃতি ।


নিস্পৃহ নির্লোভ সুডৌল জমিন নিরপরাধ
ক্লেশাহরনে অস্থাবর সম্পত্তির অভিসম্পাৎ
বিষন্ন মুখশ্রী প্রীতি অবিকল নিকষ রাত
কবিতার জন্ম কখনো সার্থক কখনো বর্বাদ ।


সোনালী ফসল মাঠে ঝনঝন দুপুর রোদে
কালো ঘাম হাসে মৃত্তিকার গর্ভে, দুরে মেঘ কাঁদে
একটা নদীর বুকে আচমকা লবন স্বাদে
হিসেবের পাতা সব উড়ে যায় বিষন্ন বিস্বাদে ।


হেমন্ত কড়া নাড়ে অনাসক্ত কিষানীর দোরে
আকাশের রং বদলায় নিমেশে বলাকারা উড়ে
চিল শকুনে মেলা বসে খামার বাড়ির দুরে
স্থাবর-অস্থাবর সব সম্পত্তির নিলাম করে ।