এই খাতাতেই ঘুমিয়ে আছে
   লক্ষ কথার ফুলঝুড়ি,
কিচির মিচির করে বাঁচে
পাখ পাখালি ফুল মিতালি ।


এই বিছানায় সুখ নিদ্রায়
   স্বপ্ন দেখে মূক লাবনী,
সাগরিকার আকাশ হাসে
শুক সারিদের গল্প ডালি ।


এই সোপানের ইট পাথরে
   থরে থরে চাঁদের বুড়ি,
শুক্লা রাতেই চরকা কাটে
ঘুমায় নিঝুম অমানিশী ।


এই মাঠেতেই বীজ বুনেছি
    হাজার ব্যথার সুমারি,
অঙ্কুরেই স্বপ্ন ভাঙ্গে গড়ে
  মরীচিকা ময় শ্যামলী ।