কয়েক টুকরো মেঘের কণা
আকাশ ছেড়ে পরল ঝরে
আদর করে কুড়িয়ে নিয়ে
বৃষ্টি নাম দিলে তারে ।


তারা'র ভীড়ের চাঁদের আলো
নেমে এলো দ্বারে,
নিঝুম রাতে স্নিগ্ধ পরশ পেলে
জ্যোৎস্না বলো তারে ।


আকাশের সব রং মিলে
যন্ত্রনায় ব্যকুল হয়ে,
এক সারিতে দাঁড়ায় যখন
রামধনু রং ছাড়ে ।


একটা তারা দলছুট
অসহায় মহাগতি'র কাছে
হঠাৎ চোখে পরলে তোমার
উল্কা নাকি দৌড়ে !