দৃশ্যত দু-চারটা কাক, কয়েকটা শকুনের মেলা
আর কয়েকটা চড়ুই পাখি উড়ছে ফুরুৎ ফুরুৎ,
ওপারে দিবাকর দিগন্তে ব্যস্ত নীল সোপানে
বালুকার চোরাগলি বেয়ে আসা কীট পতঙ্গ
মিলেমিশে সমবায় করেছে খেচর সহ...
অস্তিত্ত্বের বিলীন বেলায় ফিরে দেখা সবুজ মাঠ,
পাটক্ষেতের আল বেয়ে চুপি চুপি রসায়ন খেলা
বিষন্ন বিকেলের রাঙা আলোর লম্বা ছায়ের
দৈর্ঘ্য প্রস্থের প্রতিযোগীতার বেলা...
অবশেষে গলায় দড়ি দেয়া- দেয়ি, অতঃপর
অনুভবে স্বজনের অশ্রু, দেহের পচন, নিশ্চিহ্ন নিঃস্ব আত্না ।
তবুও থেমে নেই "জিন্দাবাদ-জিন্দাবাদ"
থেমে নেই ঠোঁটে-ঠোঁটের কোমল পরশ
গঙ্গায় ভস্ম ঢেলে স্মৃতি ভুলে লালায়িতা
আকাশের সীমানায় পথ ধরে হায় !
নিমেশে মিশে যায় 'সমবায়' সমাহিত আত্মায় ।