সু-স্বাগতম, সু-স্বাগত
হে ঋতুরাজ বসন্ত।
ফাগুন চৈতের বসন্ত কাল
মিঠে রোদের মিষ্টি সকাল,
আনচান দুপুর নীরব কঠোর
ম্লান রোদের বিকেল নিঠুর,
জ্যোৎস্না রাতি স্নিগ্ধা প্রভাতী
শিশির ভেজা সন্ধ্যা মালতী ।
প্রেমের সোপান ভেলেন্টাইন
রঙীন দোলে নিষিদ্ধ আইন,
আগুন রাঙা শিমূল পলাশ
মহুয়া বনের মত্ত সুবাস,
হৃদয়ের বাসন্তী বেলায়
মন দোলায় দখিনা বায় ।
কোকিলের কুহু তান
কচি পাতার সবুজ প্রান,
ঝরাপাতার সমারোহে
বাজে নূপুরের নিক্কন ।