নদীর তটে বসত যাদের তারাই শুধু জানে
কি সুখ কি ভোগ ওদের উদ্বেগ কত প্রাণে !
জলোচ্ছ্বাসের মতোই ওদের জীবন উচ্ছ্বসিত
খোলা আকাশ মুক্ত বাতাস উর্ব্বর পলির মত ।
দিগদিগন্তের সীমানা বিহীন ডানা কাটা বিহঙ্গ
ফুলে ফুলে ঘুরে বেড়ায় কচি রংবেরঙের পতঙ্গ ।
জোয়ার ভাটার স্রোত ধারায় বয়ে যায় দেহ মড়া
মূল্য-অমূল্যের তুলনায় যাপিত জীবন ছন্নছাড়া ।
নিঝুম রাত নির্ঘুম কাৎ জলের শোঁ শোঁ শব্দে মাত
নির্ঘাত, শীৎকার নির্মোঘ সুখে দুঃখে জীবনের বাজিমাৎ ।
অতঃপর অনিশ্চিত দুবেলার দুমুঠো ভাত, অথচ
এই অনাবিল আনন্দের যাযাবর জীবন চাই, পুনশ্চঃ ।