এবার তবে সূর্য থেকে নেমে আসুক তপ্ততা
চাঁদ গলানো জ্যোৎস্না রাতে
শিশির সিক্ত ঘাস গালিচায়
শিউলী ঝরা শারদ প্রাতে
হাসনাহেনার বাগিচায়,
দুজন যখন পাশাপাশি সম্পর্কের মুগ্ধতায় ।


এবার তবে বক্ষ জুড়ে আগুন জ্বালুক উষ্ণতা
আবেগ আয়োজন দৈহিক বিনোদন
আষ্টেপৃষ্ঠে বাহুর বাঁধন ,
নীরব নির্জন তৃপ্তির গুঞ্জন
পরাকাষ্ঠা মথিত যৌবন,
পরাজিত যখন মেঘ গলা বৃষ্টির সহিষ্ণুতায় ।


এবার তবে ঝরে পড়ুক আকাশ থেকে তারা
ভাব আবেগের রোমাঞ্চে
সৃষ্টি সুখের উল্লাসে,
সুখ সাগরের মঞ্চে
শৈশব যখন হাসে,
নেই বাধা আর ভালবাসায় হতে পাগলপারা ।