জীর্ণ ঢেঁড়ায় জন্ম তার, হেলায় ফালা ফালা
অপুষ্টিতে কায়া ভার জন্মান্ধ -কালা,
ওই ঘরেতে যায়না আলো শুধুই অন্ধকার
পেট পূর্তি হয় শুধুই ফেন-ভাতে তার ,
আকাশ কখন মেঘে ঢাকে কখন হাসে রোদে
হয়না দেখা উল্কা-তাঁরা , বুড়ি নেই চাঁদে ,
বসন্ত পলাশ ফোটায় বছর বছর ঘুরে
বর্ষা আসে নিয়ম করে শ্রাবণ ধারা ঝরে,
এক পিণ্ড মাংস যেন বাড়ছে দিনে দিনে
আকৃতি প্রকৃতি' নারী নিজেই নাহি জানে ।
অভিশপ্ত জীবন তবু নরম কোমল দেহ
সমুদ্র সলিল তরঙ্গ জোয়ারে অদ্রোহ ;
টি আর পি'র অপপ্রচার ঢেঁড়া আলোকিত
ক্রমান্বয়ে তিন দিন মিষ্টি - মধু - ঘৃত ;
অতঃপর ঢেঁড়া অমিল নালার কীট অস্পৃশ্য
আত্মহত্যার উপায় অজানা , অজানা দৃশ্য ,
অনাহারে অর্ধবেশে রাস্তার পাশে মূহ্যমান
নিশীথে আবার ধর্ষিতা আবার শিরোনাম ।