শীতের সকাল ভারী মজার
তুলতুলে রোদ কুয়াশা ভেজা,
পিঠে পুলির নানান প্রকার
ফুরফুরে মন তরতাজা ।


শীতের দিনে শাক সব্জি
টাটকা তাজা রাশি রাশি
নানান ফুলে ভরা সাজি
সিংহাসনে বাজে বাঁশি ।


পিঁপড়ে রা সব গর্তে গর্তে
খায় আর ঘুমায় আনন্দে,
হিমেল হাওয়ার ঘূর্ণাবর্তে
কিষাণী ধান ছড়ায় ছন্দে ।


শীতের সকাল ভারী মজার
চাঁদর গায়ে হাট বাজার,
ছোট মাছের বায়না হাজার
গিন্নী মায়ের মুখ ব্যাজার ।


খেজুর গাছে কলশী ঝুলে
রস পরে তা'য় টপ টপ,
নলেন গুড়ের পায়েস হলে
কর্তা গেলে গপাগপ ।


সন্ধ্যা হলেই কাঁথা মোড়ে
বিছানা নেয় ভবঘুরে,
বাউল গায় গলা ছেড়ে
'দয়াল পাড় কর আমারে'।