রাতের কালো দেখবে বলে
সঙ্গিনীর হাতটি ধরে
বেড়িয়ে ছিল যেই মেয়েটি
জ্যোৎস্না মেখে তারার দেশে
মন পাঠিয়ে নিরুদ্দেশে
হারিয়ে ছিল যেই মেয়েটি
চোখ মুখে ভরসা দেখে
নিঃসঙ্কোচে হাসি মুখে
বিলিয়ে ছিল যেই মেয়েটি
বুক থেকে মুখ সারা দেহে
আদরে প্রেম রোমাঞ্চে
শিহরে ছিল যেই মেয়েটি
সেই মেয়েটি হবে হয়তো
আমার বোন, অথবা
নির্ভয়া ছিল যেই মেয়েটি
যাবার আগে হয়নি কথা
রক্ত স্রোতে শুধু লেখা
লিখিয়ে ছিল যেই মেয়েটি
রাত নিঝুমে আঁৎকে উঠে
নীরব নিথর পাথর বুকে
সয়েছে সব যেই মেয়েটি
স্বপ্ন সুখের আঁতুড় ঘরে
যন্ত্রণার বিষ কণ্ঠে ধরে
হয়েছে শব যেই মেয়েটি
সেই সব মেয়েদের মিছিল হউক
মৃত্যুর ওপার থেকে এ পাড়ে
জলন্ত শোকাগ্নির লেলিহান শিখা
ছারখার করে দিক,
এ পাড়ের সুখ সাগরের স্বর্গারোহীর
এ কুল ওই কুল চারিদিক ।