লাল জামা তোর ভিজে কালা
মিটছে না তো ক্ষুদার জ্বালা !
ঝরছে ঘাম ভাঙ্গছে হাড়
বাড়ছে দাম নুইছে ঘাড়,
দিন শেষে ভাত এক থালা
নুন-ফেন-জাউ , শূন্য চালা,
রক্ত চোষার বাড়ছে মেদ
শক্ত চোয়াল মারছে জেদ,
ওদের বেলা জয়ের মালা
তোদের খেলা শূন্যের ঢালা,
তবুও রাম তবু রহিম
ধর্মের নামে রক্ত হিম,
অপ-শাসনে ঝরছে লালা
দেশ শোষণের পাঠশালা ।