বেলা' তোকে ছাড়লাম বলে,
আমার সব শখ আহ্লাদ নিয়ে গেলি !
কেড়ে নিলি রাতের ঘুম
সুখের স্বপন, আবেগ, বোধ-বুদ্ধি ।
বেলা' তোকে ছাড়লাম বলে
পুবাকাশে সুর্য্য উঠে প্রায়ই দুপুরে,
ক্ষুদার রাজ্যে গদ্য অধরা
আকাশের চাঁদ উধাও রাত্তিরে ।
বেলা' তোকে ছাড়লাম বলে
প্রাতঃকর্ম মর্জি মাফিক চলে অবেলায়,
রক্তচাপের বাড়বাড়ন্ত এবং
বেশ কিছু বন্ধু বান্ধব হল চিরবিদায় ।
বেলা' তোকে ছাড়লাম বলে
বিস্মৃত বৈরাগীর সুরে
মালা গাঁথার মনযোগ কেড়ে
শব্দেরা সব হরতাল করে ।
অবশ্য তুর অনুপস্থিতি
হৃদপিন্ড টের পায়,
এখন বেশ নিয়ম করে
রক্ত বহে ধমনী শিরায় ।
বেলা' তুই বেলা হয়েই থাক
চাইনা তোকে নতুন করে
ডাকতে নতুন নামে -
বিড়ি-সিগারেট-হুঁক্কায় ।