এখন তুমি আসতে হলে আসতে হবে দেয়াল বেয়ে
জানালার গ্রীল ভেঙ্গে
দখিনা বাতাস বন্ধ শ্ংকা ভ্য় আতঙ্কে,
এখন তুমি আসতে হলে আসতে হবে বিষবাস্প হয়ে
মেঘের আড়াল ডিঙিয়ে
বর্ষা থেমে গেছে সেই কবে পিপিই কিটে ,
এখন তুমি আসতে হলে আসতে হবে যুদ্ধ হয়ে
মরনাস্ত্র নিয়ে
শান্তির বাতাবরণ আর নেই পৃথিবীতে ,
এখন তুমি আসতে হলে আসতে হবে তৃষ্ণা নিয়ে
চরম বুভুক্ষা হয়ে,
ক্ষুদিতের পাষাণ হৃদয় নিমগ্ন ত্রাণ সামগ্রীতে ,
এখন তুমি আসতে হলে আসতে হবে কবিতা হয়ে
শব্দের বৈভব নিয়ে,
সাহিত্য মুখ লুকায়েছে মহামারীর স্মৃতিতে,
এখন তুমি আসতে হলে আসতে হবে অবৈধ হয়ে
আইন ভেঙ্গে
বেআইনীদের ভীড় এখন সর্বত্র রাজপথে,
এখন তুমি আসতে হলে আসতে হবে কল্পনা হয়ে
পরিকল্পনা নিয়ে,
সুষ্ঠ দিক নির্দেশনা এখন শুধুই রাজনীতিতে ,
এখন তুমি আসতে হলে আসতে হবে তরঙ্গ হয়ে
অন্তর্জাল নিয়ে,
মানুষের মুখ গোঁজা শুধুই স্যোসাল মিডিয়াতে,
তবুও তুমি আসবে বলে গোপনে হৃদপিন্ড কাঁপে
তন্দ্রা হারা জেগে থাকা প্রহর পলকে পলক গোনে,
উদাস পৃথিবীর উদার আকাশ সাগরের ঢেউ বুকে
চাঁদ সুরুজের লুকোচুরি খেলায় দিন রাত চলে ,
তুমি আসবে তো ! আমার অবশিষ্ট প্রেমটুকু নিয়ে !