আকাশের মতো অশালীন শরীর
চাতকের মতো চোখ খুঁজে বেড়ায়
ঝর্ণার পাদদেশে পাহাড়ের খাঁজে
চঞ্চলা নদীর ঘাটে ঘাটে
পারফিউমের বিজ্ঞাপন যেন !
তুই সবলা বে-হদিস,
ঢেউ খেলে বাঙ্ময়ে
ঝলকে উঠে উদ্যান,
বিস্মৃত গত রাতের সীমাহীন অত্যাচার
ক্ষত বিক্ষত ক্লান্ত দেহে বিকৃত বহ্নির বাহার ।
নির্দিষ্ট গণ্ডির যাপিত জীবনের ভূগোল
পানকৌড়িদের মতো, হায়নাদের ভিড়ে ;
দগ্ধ এ ইতিহাস জানি বলেই ভালবাসি তোকে
ভালবাসার সৃষ্টি হয় তুর কষ্ট দেখে ।