তোমার নামে অনাবৃষ্টি, অনাসৃষ্টি তোমার নামে।
তোমার নামে রাজত্বটায়, দস্যুবৃত্তি তোমার নামে।
তোমার নামে সত্যি কিছু, মিথ্যে কথাও একটু বেশি
সত্যি মিথ্যে যা বল ভাই, বিদেশি মন তাতেই খুশি।
হাসিখুশি এই মনটা যখন দিচ্ছে প্রলেপ তোমার ঘরে
তোমার নামেই রটনা রটায়, ধর্মের কল বাতাসে নড়ে।
তারাই হঠাৎ তোমার ঘরেই পাল্টে দিচ্ছে প্রেমের মানে
মতাদর্শের গনধর্ষণ সক্কলেই তো এসব জানে।
তবুও সবাই অন্ধকুপেই ঝাপ দেবে তাও তোমার নামে
দানের সাথে দেহব্যবসায় ত্যাগের হিশেব আঘাত হানে।


তোমার নামে ধুপ ধুনো আর বাহারি রঙের চাদরখানা
একটু দুরেই ক্ষুধার্ত চোখ, একের ওপর দিচ্ছে হানা।
দিচ্ছে পাজি আহম্মকের চোখে ধুলোর আস্তরণে
কালো সোনাও দিচ্ছে আলো, দুষিত এই সমীরণে
সেখান থেকেই বৈরিভাবের বাজল বাঁশি সেবাস্থলে -
পশুবৃত্তিতে চালিত হচ্ছে জীবন মনুষ্যতের ছলে।
এক এক করেই সংহতিরে লুঠছে তাঁদের আগুন খেলা
আগুন মানে? সে ত স্বয়ং তোমার সাধের রঙের মেলা
তোমার নামেই হচ্ছে পুজো  তক্ষকরাজ সাধুর বেশে
হায় কতকাল সইব জ্বালা আমাদের এই আঁধার দেশে।