বৃষ্টি পড়ে ---
মন খোলে
আঁকছি ছবি দেয়ালে,
সাঝের বেলা
হুঁক্কা হুঁয়া ডাকছে শিয়াল
ঠিক যেন সে খেয়ালে।
আবছা আলোই--
দেখছি ভালই
দুরের কোন গোয়ালে,
ভেজা গরু
তুলছে ঘরে
মোছছে দেহ তোয়ালে।
জানালা খোলা
মনটা ভোলা
ঝুলছে থোকায় কদমফুল,
ডাকছে ব্যাঙ
মহা আনন্দে
নাচছে সাথে নদীর কুল।
বৃষ্টি পড়ে টিনের চালে
মধুর শব্দে আসছে চোখে তন্দ্রা,
বর্ষা দিনে----
খুবই মধুর
বর্ষন মূখর সন্ধা।