মানুষ হয়ে জম্ম আমি
মানুষেরই দলে
চাষ করি জীবন তবুও
জানিনা মানুষ কাকে বলে।
মানুষ চিনে মানুষ ভজে
এমন মানুষ কজন আছে
হাটছি আজও অচিন পথে
সেই একজনারে খোজে।
আমি চোখ বুঝিলে বিশ্ব দেখি
মনটা তো দেখি না
দেহের মাঝে মনটা কোথায়
আমি তো আর জানি না।
মানুষ নামে সাদা কালো
মনটাও হয় মন্দ ভাল
মন দিয়ে মন চেনা জানা
মন দিয়ে মন বেচাকেনা।
প্রেম পিরিতির ভবের হাটে
আমি আছি পাগল বেশে
বেচে থাকতেই মানুষ মরে
প্রেমিক জানে সাধারন তা জানে না।
মনে মনে এক হয়ে যায়
দেহ তখন থাকে কোথায়
প্রেম ও মনের বদল হাওয়ায়
জীবন খুজে শুধু পাওয়ায়।
সব জীবনে রাত আসে
রাতে পরে দিন আসে
সুখ আসে দুঃখ আসে
এসবই নিশানা
এজীবনে বদলাবে
আর একবার ঠিকানা