এই দেশে প্রোফেশনাল জ্ঞানের চাইতে আপনি ক্যানভাসিং এ কতখানি দমের তাই জরুরী। আপনার প্রফেশনের গন্ডি পেরিয়ে আপনি আপনাকে কত বেশী ফোকাসড করতে পারছেন নিজেকে সেইটাই মূল্যায়িত হয় বেশী। এইখানে আপনার প্রজ্ঞা, ভাবনার সতন্ত্রতা কিছুই যাচিত হয় না। তোষামোদ আর নিজের বাজারজাতকরনের হীনপন্থাই মানুষের কাছে অতি সমাদৃত।রবিন্দ্র নাথ তার এক কবিতায়
বলেছেন:মা যদি হও রাজি,বড় হলে আমি হবো খেয়া ঘাটের মাঝি”এখানে তিনি হীন কর্ম্প্রন্থাকে বুঝাননি,বুঝাতে চেয়েছেন মানুষের মাঝে সকল ন্যায়ের সংযোগস্থলকে।আসলে আমি কি বলতে চাইছি তা শেখ সাদীর রাজার নিমন্ত্রনের গল্পটার কথা মনে করলেই বুঝতে পারবেন।সকলকে ধন্যবাদ ও শুভকামনা।