চা আর আমি খুব কাছের বন্ধু
তার নিরবতায় ধোয়া উঠে
আমার নিরবতায় দুঃখ জমে।
দুজনের বৈশিষ্টও যেমন এক
দুজন দুজনের দেওয়া নেওয়াও এক।
আমি তাকে চুমুকের ফাকে ফাকে
তার কষ্টগুলো ধোয়া হয়ে উড়ে যেতে সহায়তা করি
আর সে চুমুকের সাথে ভিতরে গিয়ে
আমার মনের জ্বলতে থাকা কষ্টকে
তার তাপে পুড়িয়ে দেয় আমি স্বস্তি অনুভব করি।
শুধু পরিনতিটাই একটু ভিন্ন
সে ফুরিয়ে যায় খালি পেয়ালা পড়ে থাকে
আর আমি হারিয়ে যাই কিছু ম্মৃতির মধ্যে।