তুমি পোষ পশু-পাখি
আমি পোষি দুঃখ
তোমার আছে সুখ প্রাচুর্য্য
আমার আছে স্মৃতি ভরা বক্ষ।
তুমি মুগ্ধ চাঁদের আলোয়
মনটা কর উঞ্চ,
আমি থাকি জানার খোজে
করিনাতো না পাওয়ায় প্রশ্ন।
তুমি যখন সামনে চল পিছু তাকাও-
অন্য কারও সহায়তার জন্য
আমি শুদু সামনে চলি
সহায়তার হাত বাড়াই
ভাবি আমি পন্য।
বলছি এসব কেন,জানো-
বিধিলিপি যদি মানো!
তেল আর জলে
হয়না মিলন কোন দিনও।