একটি ইচ্ছা পূরনের আশায়
দিন গুনি,রাত গুনি
হাজারো প্রহরের ঢেউ ভেঙ্গে
আমায় হত্যা করে স্বপ্ন,
নষ্ট করি নয়নের জল।
আকাশকে উল্টে খুজি
নদীর গতি রোধ করি
পাহাড়ের পাষান বুকে মাথা ঠুকে
আহাজারি করে হৃদয়ের কান্না
গলা চেপে ধরেও শুধু পারিনা
সময়কে ঠায় দাড়িয়ে রাখতে।
কবে কখন মনের সোনালী আলোয়
কার মনের ছায়া পড়ে ছিল
আজও সেই ছায়া ঠায় দাড়িয়ে আছে
শুধু সময় দাড়িয়ে নেই
তার হিসাবের খাতায় কেটে গেছে বিশটি বছর।
মানুষের মন এমন কেন !
পৃথিবীতো এমন নয়,
মাটির বুকে সূর্যের আলোয়
গাছ,পাখি মেঘের কত ছায়া পড়ে
তাদের ছায়াতো ঠায় দাড়িয়ে থাকেনা-মুছে যায়;
বিশ বছর আগে দেখা সেই ছায়ায় দাড়িয়ে
আজও খুজি সেই ছায়ার মানুষটিকে
যদি কখনো চোখের স্বাদ মিটে
মৃত্যুর আগে সেটা হবে আমার ইচ্ছা পূরণ।