নাকে পোড়া মাটির গন্ধ
বাড়ির উঠোনে ফেরিওয়ালা
তার কাচের বাক্সের একপাশে
আমার ভুলগুলো সাজানো
আরেক পাশে অতীতের কিছু ম্মৃতি
গল্প হয়ে আছে-অথচ দেখ
আমি তাদের কবিতা ভাবতাম !
মন ছুটে আমাকে রেখে ফেরিওয়ালার কাছে
সে জানে সুগন্ধ আসে ফুল থেকে
পোড়া মাটির গন্ধ মাটি থেকে আর মানুষ মাটির হয়।
ফেরিওয়ালা হাসে আমিও হাসি
তার হাতে পন্য আমার চোথে অন্য
সে থমকে গেছে কাছে এসে
আমি দাড়িয়ে থেকেও তার মনে মিশে।
বসন্ত  হারালে জীবনের কতটুকু যায় আসে।