ঘুম বড় ভবের হাড়ি
জাগলে তবে ফিরবি বাড়ি
স্বস্তি যদি মিলে তাতে
সুখে থাকবে দুধে ভাতে।
ঘুম আর মৃত্যু পাশাপাশি
ছায়া হয়ে কাছাকাছি।
ঘুম যদি না দেয় ধরা
জীবন হবে ছানাবরা
মনের আলো নিভিয়ে দিবে
এক নিমিশেই আনবে খরা।
আমার কিছু অভাব আছে
থাকলে বেশি কারও কাছে
কিনবো আমি সোনার দামে
ঘুম কিনে খাই সুখের নামে।