কোন একদিন আমার আকাশ ভাল লাগতো
নদীর ঘাটে বসে জলের দিকে তাকিয়ে থাকতে ভাল লাগতো
ঝড়ের দিনে আম কুড়াতে ভাল লাগতো।
বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টির শব্দ মন জুড়িয়ে যেত
সন্ধায় জানালার সামনে বসে অন্ধকার দেখতে ভাল লাগতো।
আজ আর কিছুই ভাল লাগেনা তুমি বদলে দিয়েছ জীবনধারা।
তোমার মুখমন্ডলেই আছে আকাশ-নদী,
ঝড়-বৃষ্টি আর আঁলো আধারের খেলা।
একটি মুখ কি করে হল মনের শূন্যস্থান
পৃথিবীর যত সুখ তাতেই পায় প্রান!