কষ্ট কমিয়ে দেওয়ার মত কান্না আমি জমিয়ে রাখি
চোখের কোনে নয় মধ্যখানে-অপচয় পরিহারে,সংকট সংহারে।
মনুষ্য জীবন বলেই আমি জানি,যে তিনটি বস্তু মানুষের সমন্বয়
তার মধ্যে সময় মনকে সময়োপযোগি করে তৈরী করে আবেগ
চাওয়া পাওয়ার সীমানায় দাড় করিয়ে দেয় প্রেম;
প্রেম ও মন দুটোকে ফেলে সময় চলে নিজের পথে-আর ফিরে আসেনা।
সুখ;স্বার্থ্পর দ্বিতীয় বস্তু-তার বাস নর ও নারীর রূপে,চকচকে মাক্কালে, চোখের পাদপীঠে-অদৃশ্য মায়াবী গালিচায়,নাগামহীন ঘোড়া,অস্থায়ী অতৃপ্ত স্বপ্ন।
জীবনের গনিষ্ঠ ছায়া সঙ্গী হল কষ্ট,কেউ চায়না তবুও তার সখ্যতার শেষ নেই।
কালের কালোয় কখনো কখনো ওরা মানব মনে আলো জ্বালে,
সে আলোয় যতটা না আধাঁর কাটে তার চেয়ে বেশী অন্তর পোড়ে
ভিতরটা ছাই হয় আর বাইরে গন্ধ ছড়ায়-জীবন যায় রসাতলে।
জীবন্ত লাশের সাথে তখন সময়,সুখ ভালবাসা কেউ থাকেনা,থাকে কষ্ট।
রস,রং বিহীন একাকি জীবনে কষ্ট হয়ে উঠে চিতার আগুন
জীবনের এমনি চন্দ্র গহনে প্রয়োজন কান্নার।