কার মনে কি আশা থাকে
কোন মনে কি স্বপ্ন আঁকে
কেউ জানেনা ভাগ্য লিখে
কি চাওয়া কি পাওয়া
কে ভাঙ্গে কে গড়ে
কে থাকে কার মনে
কেউ জানেনা কান্না কেন
আর কোথাও নয় চোখেই ঝরে।
কেন জীবন প্রেমেই ছুটে
এই পৃথিবী এত বড়
কেউ জানেনা কি কারনে
কৌটো বন্ধি টাকার নোটে।
কি কারনে মনের ভিতর
সুখ দুঃখের একই চাদর
কেউ রাখেনা কারও খবর।
কোথায় আছি কোথায় ছিলাম
আর কেন নয় মানুষ হলাম?
মুখই ভোলায় দেহ তো নয়!
কেউ জানেনা কিসের বলয়
ভাললাগা চোখের প্রলয়।