সময় হলে খবর নিও,
তোমার দেওয়া কষ্টগুলো
খুব যতনে করছি লালন
নিজের চোঁখে দেখে যেও।
এটা তুমি বলবে জানি
নিজের দোষে গড়া কষ্ট
কেমনে আবার দিলাম আমি?
ঐ যে যেদিন প্রথম দেখা
বইয়ের ভিতর পত্র দিলে!
ভালবাসি লিখে ছিলে।
মনে আছে জোসনা রাতে
ভয়ের ছলে ইচ্ছে করে
বুকের সাথে মিশে গেলে।
বড় আপার বিয়ের দিনে
ঘর ভর্তি লোকের ভিড়ে
গোপন কথার ছলে,
কাপা ঠোটে চুম্বন দিলে
আমার ডান গালে।
এসব আজ কষ্ট হয়ে
ঠায় নিয়েছে বুকে
তোমার কাছে সুখ হলে
খবর দিও-আসবো চলে
তোমার চুম্বন ফিরিয়ে দিবো
বদল করার ছলে।