প্রতিদিন আমি নতুনত্বের সাথে পরিচিত হই।
কখনো কষ্টের নতুন রূপ কখনো সুখের।
অভাব আসে ভিন্নরূপে আবার সচ্ছলতাও আসে।
কখনো অপার শূন্যতা আবার অজান্তেই পূন্যতা।
আশা নিরাশার সাথে আমরা সবাই পরিচিত
কিন্তুু তারাও আসে ভিন্নরূপে মানুষ চিনিয়ে যায়।
হয়তো ভুল বললাম মানুষকে আবার চেনার কি আছে
মানুষ তো সবাই মানুষই মানুষের জীবন ভিন্ন হয়।
চাওয়া পাওয়া বদলে যাওয়া, ভুল অহংকার অহমিকা
মানুষ করেনা, করে জীবন।
জীবন তলাবিহীন ঝুড়ি এখানে সুখ দুঃখ লোভ লালসা
সময় অনুসারে যা ঢালবে তাই হজম করে নিবে।
আমার কাছে এখন সবই নতুন
আকাশ বাতাস পাহাড় নদী সবাই যেন নতুন হয়ে আসে
দেখা দেয় রং বদলে মনে রাখতে দেয়না।
ভাবছি আমিও নতুন হবো, আমার সব পুরাতন ভুলে যাব।
মানুষ নয় জীবনকেই বুঝতে শিখবো।
কেননা মানুষ দেখায় জীবন শিখায়।