আমি আমার মত বলেই
কারও মনের মক নই।
জীবনে অসাধারন কাউকে চাইনি বলে
আজ আমি সাধারন;
কোন একদিন সাধারন একজনকে চাইবো
সেদিন তার কাছে আমি অসাধারন হয়ে রবো।
জন্ম নিবে সেদিন রং বিহীন ভালবাসা।
অন্য কারও মনের কথা জানিনা,
আমার মনটাই আমার কাছে অদ্ভুদ।
যখন কেউ আমায় ভালবাসে,
তখন মনটা আমার উদাস দুপুরে
মেঘের আড়ালে লুকোচুরি খেলে।
আর যখন আমার মনে কারও প্রতি ভালবাসা জাগে
তখন তার মনে বসন্তের ঘুম ভাঙ্গেনা।
অতৃপ্ত বাসনায় তবুও আমি নিরাশ নই-এই আশায়;
ভুর পথের শেষে যে ভালবাসা নামের স্বর্গ্ চেনাবে
তাকে হয়তো আমি চিনি !
অচেনা মুখ যেদিন খোলস ছেড়ে চেনা হয়ে উঠবে,
সেদিন আমি হয়তো বদলে অন্যের মত হয়ে উঠবো।
বরনীয় হবো কারও মনের মত।।