আমি যখন রইবোনা আর
মাটির দেহ পিঞ্জরে,
সেদিন আমার রূপ কি হবে
নাম কি হবে নতুন করে।
সেদিন যদি পড়ে মনে
আপনজন আর মজুত ধনে
আহাজারির হবে কোলাহল।
লক্ষ কোটি গেছে যারা
কেমন করে আছে তারা
এই পৃথিবীর অতীত ম্মৃতি
দেয় কি মনে সাড়া।
এমন প্রশ্ন মনের মাঝে
দিনে রাতে হাজার আসে
ভাবনার এই মস্ত পাহাড়
নিচ্ছে কেড়ে মুখের আহার।
কাছে পেলে করবো ভজন
উত্তর জানে পেলে একজন।