শ্রাবন ধারা ঝরছে,মনের মেঘ দিশেহারা
কার আঁচলে লুকাবে,প্রেমের বৃষ্টি ভিন্নধারা।
জানালায় চোখ,আরেকটি জানালার সমান্তরালে
মাঝখানে দুটি মন,খেলে যায় অবহেলে।
যুবকের অবাদ্য যৌবন,কামনার জাল বুনে,
শ্রাবণ জল ছিটকে এসে যুবতীর ঠোটে মিলনের ক্ষণ গুণে।
উভয়ের চাওয়ায় পথ এক,চলতে শুধু মানা
জানিনা কিসের কারণ,কাহার বারণ
অঝর ধারায় ঝরছে শ্রাবন,হয়তো জানে কারণ!
প্রেমের মিলনে বিরহ কেন গাঁথা,তোমার মত আমারও নেই জানা।